চলতি বছরের আগস্টে খবর আসে ক্যানসারে আক্রান্ত হয়েছেন সুপারস্টার সঞ্জয় দত্ত। এই খবরের পর রীতিমতো ভেঙে পড়েছে বলিউড ইন্ডাস্ট্রি ও তাঁর অসংখ্য অনুরাগী। এক খবরে এও উঠে এসেছে যে সঞ্জয়ের হাতে আছে খুব কম সময়।
সম্প্রতি গুঞ্জন উঠেছিলো চতুর্থ স্টেজের ক্যানসারের সঙ্গে লড়ছেন সঞ্জয় দত্ত। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। এই খবরকে সঞ্জয়ের বন্ধু ও চিত্রনির্মাতা রাহুল গুজব বলে জানিয়েছিলেন। মূলত মুম্বাইতেই সঞ্জয়ের ক্যানসারের শুরুর দিকের চিকিৎসা চলছে।
মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে সঞ্জয় দত্তের ক্যানসারের চিকিৎসা চলছে। সম্প্রতি তাঁর স্ত্রী মান্যতা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলেন সঞ্জয়ের ক্যানসারের প্রথম পর্যায়ের চিকিৎসা শেষ হয়ে গেছে। প্রথম কেমো নিয়েছেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি