চলচ্চিত্র তারকা নাসরিন আক্তার নিপুণ। তবে তিনি চিত্রনায়িকা নিপুণ নামেই বেশি পরিচিত। নিজের ফিল্মি ক্যারিয়ারে দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। কিন্তু দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন জনপ্রিয় এই চিত্রনায়িকা।
তবে চলচ্চিত্র থেকে দূরে থাকলেও করোনাকালে নানা সামাজিক কাজে সম্পৃক্ত থেকেছেন এই অভিনেত্রী। চলমান করোনা সময়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট অসচ্ছল শিল্পীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন নিপুণ। বরাবরের মতোই এসব কাজে তাকে খবরের শিরোনাম হতে দেখা গেছে।
নতুন খবর হল, প্রায় আড়াই বছরের বিরতি ভেঙ্গে আবারও বড় পর্দায় অভিনয়ে ফিরছেন এই চিত্রনায়িকা। গেল ৭ সেপ্টেম্বর নির্মাতা সাইদুল ইসলাম রানা’র প্রথম চলচ্চিত্র ‘বীরত্ব’ সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবন্ধ হয়েছেন নিপুণ।
‘বীরত্ব’ সিনেমার গল্পের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র লুৎফা। নিপুণ’কে লুৎফা চরিত্রে অভিনয়ে দেখা যাবে। নির্মাতা জানিয়েছেন, ১ অক্টোবর থেকে ফরিদপুরে সিনেমাটির প্রথম লটের কাজ শুরু হবে। প্রথম লটেই অভিনয় করবেন নিপুণ।
এর আগে চিত্রনায়ক শিপন মিত্র ও নিশাত নাওয়ার সালওয়া চুক্তিবদ্ধ হয়েছেন ‘বীরত্ব’ সিনেমাটিতে। চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি ‘বীরত্ব’ পরিচালনা করছেন সাইদুল ইসলাম রানা। ছবিটি প্রযোজনা করছেন শুক্লা বণিক এবং নির্বাহী প্রযোজক হিসেবে আছেন রঞ্জন দত্ত ও তুষার এইচ তুর্য।
নিউজ ডেস্ক/বিজয় টিভি