বলিউড খেলাড়ি অক্ষয় কুমার। ১৯৮৭ সালে প্রথম পর্দায় হাজির হন মহেশ ভাটের হাত ধরে। ‘আজ’ শিরোনামের ছবিটিতে অক্ষয় ক্যারাটে মাষ্টারের ভূমিকায় অভিনয় করেছিলো মাত্র সাত মিনিটের একটি দৃশ্যে। ১৯৯১ সালে রাজ সিপ্পি পরিচালিত সুগন্ধ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নায়ক অক্ষয় কুমারের।
১৯৯২ সালে খিলাড়ী ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে সবার নজর কাড়েন অক্ষয়। তবে বর্তমান বলিউডের এই সুপার স্টারের অভিনয় জীবন সহজ ছিলোনা। পরপর ১৬ টি ছবি ফ্লপ হয় তার। ১৯৯৪ সালে মহড়া ছবির মধ্যদিয়ে নিজের অবস্থানকে শক্ত করে আবার ঘুরে দাঁড়ান আক্ষয়।
তারপর শুধুই এগিয়ে যাওয়া, দিল তো পাগাল হ্যাঁয়, ধাড়কান, খাকি, ভুল ভুলাইয়ার মতো ব্লক বাস্টার সিনেমায় অভিনয় করেছেন তিনি। মাধুরী দীক্ষিত থেকে ঐশ্বরিয়া, কারিনা থেকে সোনাক্ষি সবার সঙ্গে পর্দায় দেখিয়েছেন তার অভিনয়ের যাদু।
তিন দশকের অভিনয়ে ক্যারিয়ারে অ্যাকশন থেকে রোমাঞ্চ, কমেডি থেকে প্যারালাল সিনেমা সব ক্ষেত্রেই সফল ভাবে পর্দায় উপস্থাপন করেছেন নিজেকে। অভিনয়ের পাশাপাশি করেছেন প্রযোজনা। জিতেছেন অসংখ্য পুরস্কার ও সন্মাননা।
ব্যক্তি জীবনে অক্ষয় কুমার ঘর বেঁধেছেন টুইংকেল খান্নার সঙ্গে। বর্তমান বলিউডে মধ্যে সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা অক্ষয়। ৯ সেপ্টেম্বর এই অভিনেতার ৫৩ তম জন্মদিন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি