ওয়ার্নার ব্রোস বহুল প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলার প্রকাশের পর মুগ্ধ দর্শক। সিনেপ্রেমীদের প্রত্যাশা এমনটাই ছিল। সুতরাং বড় পর্দায় সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে এখন প্রহর গুনতে হবে। কারণ, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে না এটি।
টিমোথি ও জেনডায়ার নিখুঁত রসায়ন দিয়ে ধীরগতিতে শুরু হয় ‘ডিউন’ এর ট্রেলার। কিন্তু দ্রুতই এটা দ্রুতগতিতে এগোতে থাকে। একের পর এক নতুন চরিত্র হাজির হয় সামনে, শ্বাসরুদ্ধকর ভিজ্যুয়াল, মহাকাব্যিক যুদ্ধের দৃশ্য আর কিছু দানবীয় চরিত্র।
সিনেমাটিতে টিমোথির নাম পল অ্যাট্রেইডেস। এমনকিছু ক্ষমতা ও আশীর্বাদ নিয়ে তিনি জন্ম নিয়েছেন যা তার নিজেরই অজানা। মহাবিশ্বের সবচেয়ে ভয়ংকর গ্রহে তাকে সংগ্রাম করতে হবে তার পরিবার ও নিজের লোকদের রক্ষা করতে। নিজের ভয় কে জয় করে অস্তিত্ব টিকিয়ে রাখার গল্পই এগিয়ে নিয়ে যাবে সিনেমাটিকে।
ফ্রাঙ্ক হারবার্ট রচিত বেস্টসেলার বিজ্ঞান কল্পকাহিনি ‘ডিউন’ অবলম্বনে একই নামে বড়পর্দার জন্য সিনেমাটি নির্মাণ করছেন অস্কার মনোনীত পরিচালক ডেনিস ভিলেনিউভে। সিনেমাটিতে অভিনয় করছেন টিমোথি চালামেট, রেবেকা ফার্গুসন, অস্কার আইজ্যাক সহ আরো অনেকে। ছবিটি কবে মুক্তি পাবে এখনও জানা যায়নি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি