দুই বাংলার দর্শকনন্দিত অভিনেতা মোশাররফ করিম। নিজের অভিনয় দক্ষতায় যিনি জয় করে নিয়েছেন দেশ ও দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলার দর্শকের মন। কি ছোট পর্দা কিংবা বড় পর্দা দুই মাধ্যমেই নিজের অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন এই জাত অভিনেতা।
এদিকে, লাক্সতারকা ও ‘ছুয়ে দিলে মন’ খ্যাত নায়িকা জাকিয়া বারী মম গেল ঈদে অল্প কিছু কাজ করেছেন। তবে এবার তাকে দেখা যাবে একটি ওয়েব সিরিজে। এর মধ্য দিয়ে দীর্ঘ করোনা সময়ের বিরতি কাটিয়ে বেশ ভালোভাবেই পর্দায় ধরা দেবেন এই অভিনেত্রী।
এবার কলকাতার জন্য জুটি বাঁধছেন মোশাররফ করিম ও মম। কলকাতার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমস’র জন্য বাংলাদেশে নির্মিত হচ্ছে চার পর্বের ওয়েব সিরিজ ‘ভালো বাসা’। মুনতাহা বৃত্তার রচনায় ওয়েব সিরিজটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।
গেল ১০ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ওয়েব সিরিজটির দৃশ্য ধারণের কাজ। এছাড়াও গাজীপুর এবং মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনেও চলবে পরবর্তী শুটিং। কলকাতার জন্য নির্মিত হলেও দুই দেশের দর্শকরাই দেখতে পাবেন সিরিজটি।
নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, আড্ডা টাইমসে এটিই প্রথম বাংলাদেশি ওয়েব সিরিজ। পারিবারিক মান অভিমান টানাপড়েনের গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ভালো বাসা’। ওয়েব সিরিজটি মুক্তি পাবে দুর্গা পূজায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি