শিগগিরই শুরু হচ্ছে নুসরাত ফারিয়ার নতুন কিছু ছবির শুটিং। যার মধ্যে রয়েছে ‘যদি কিন্তু তবুও’ এবং অপারেশন সুন্দরবন–এর শুটিং। সীমান্ত খুললেই ছুটতে হবে কলকাতায়, সেখানেও দেয়া আছে শুটিং সিডিউল।
নুসরাত ফারিয়ার হবু বর রনি রিয়াদ রশিদ। ফারিয়া জানিয়েছেন, বিয়ের পর মধুচন্দ্রিমায় যাবেন অস্ট্রেলিয়ায়। টানা এক মাস সেখানেই কাটাবেন তাঁরা। পরিস্থিতি স্বাভাবিক হলে ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
এতে করে সিনেমায় কী প্রভাব পরবে? নুসরাত জানিয়েছেন, তিনি জীবন ও কাজের মধ্যে ভারসাম্য রাখতে চান। অভিনয় নুসরাতের কাছে ভীষণ জরুরি, কিন্তু সেটাই সবকিছু নয়। পাশাপাশি পরিবার ও পড়াশোনাও তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
টালিগঞ্জের নায়ক অঙ্কুশের সঙ্গে বিবাহ অভিযান ছবির সাফল্যের পর সেটার সিকুয়েল করবেন বলে ঠিক করেছেন পরিচালক বিরসা দাসগুপ্ত। কথাও হয়েছিল নায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে। কিন্তু করোনাভাইরাস সবকিছু এলোমেলো করে দিয়েছে।
কথা হলো নুসরাত ফারিয়ার অগ্রযাত্রার ভাবনা নিয়ে। তিনি কি বলিউডের ছবিতে অভিনয় করতে চান? ফারিয়া বলেন, ‘ঢাকা ও কলকাতায় যে পরিমাণ সিনেমা, বিজ্ঞাপন ও স্টেজ শো পাই, তাতেই আমি সন্তুষ্ট। এসব করার পর আর কিছু করার সময় পাব না। কারণ, আমি জীবন ও কাজের মধ্যে ভারসাম্য রাখতে চাই। অভিনয় আমার কাছে ভীষণ জরুরি, কিন্তু সেটাই সবকিছু নয়। পাশাপাশি পরিবার ও পড়াশোনাও আমার জন্য জরুরি।’