জীবনের সঙ্গে বুঝে চলা একজন ছাপোষা সাধারণ মানুষের কাহিনি সিরিয়াস ম্যান। এই ছবিতে মূলত মধ্যবিত্ত এক পরিবারের গল্পই প্রাধান্য পেয়েছে। যেখানে গল্পের নায়ক বলেন জীবনে প্রতিষ্ঠিত হতে হলে চার পুরুষ ধরে অপেক্ষা করতে হয়। বড় শহরে নিজের পরিচয় বানানোর জন্য পূর্ব পুরুষের পরিচয় অনেক বড় ভূমিকা রাখে।
মধ্যবিত্ত সংসারে নওয়াজুদ্দিন সিদ্দিকির সন্তানের নিজের বাবা কে ছাড়িয়ে যাওয়ার গল্প এই সিরিয়াস ম্যান। প্রত্যেক মা-বাবাই চান তাঁর সন্তানকে দেখে চারপাশে সবাই ঈর্ষা অনুভব করুক। ভাবেন, আমার সন্তানকে কেউ যদি ভবিষ্যতের আইনস্টাইন কিংবা এপিজে আবদুল কালাম আখ্যা দেন, তাহলে মা-বাবা হিসেবে গর্বে বুক ফুলে যায়।
মধ্যবিত্ত বাবাদের সবসময়েই সাধ থাকে, যে নিজের জীবন যা উপভোগ করার সামর্থ্য হয়নি, তার সেই ইচ্ছেপূরণ করুক সন্তান। অতঃপর জন্মের আগে থেকেই ইদুর দৌঁড়ের স্বপ্ন দেখা শুরু করেন তাঁরা। কারণ, এই প্রতিযোগিতার দৌঁড়ে টিকে থাকা চারটিখানি কথা নয়! সেরকমই এক বাবা আর তার সন্তানের গল্প নিয়ে এই ছবি।
কিন্তু জনপ্রিয় হয়ে টিকা থাকা কি অতই সহজ? সেখানেই আয়ানের পরিবার বিপাকে পড়ে। বস্তি থেকে উঠে আসা এক বাবা কি তাঁর সন্তানের জন্য লড়তে পারবে? সিরিয়াস ম্যান ঠিক এরকমই এক গল্প বলে।
নেটফ্লিক্স অরিজিনাল এই ছবিটি মনু জোসেফের বই থেকে অনুপ্রাণিত। এই নামেই বইটি রয়েছে। ছবির পরিচালক সুধীর মিশ্র। এই প্রথম বার ‘সিরিয়াস মেন’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে কাজ করছেন সুধীর মিশ্র। যেটি নওয়াজুদ্দিন সিদ্দিকি জানিয়েছেন সুধীরের সাথে কাজ করা তার স্বপ্ন ছিল। এই ছবিতে নওয়াজউদ্দিনের সঙ্গে দেখা যাবে অক্ষত দাস, ইন্দিরা তিওয়ারি, শ্বেতা বসু প্রসাদ ও নাসসারকে। ২ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি