চার বছরে পা রেখেছে বাংলা ভাষাভাষীদের জন্য সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম হইচই। আর চতুর্থ বছরে তিনটি ব্যাপারে মনোযোগ দিচ্ছে তারা। কনটেন্ট, ডিস্ট্রিবিউশন এবং টেকনোলজি। নতুন বছরে আরো ২৫টি নতুন অরিজিনাল কন্টেন্ট এবং দুটি ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’র প্রতিশ্রুতি থাকছে তাদের।
ঢাকায় ঘটে যাওয়া একটি দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির কাহিনী নিয়ে নির্মিত হয়েছিল ওয়েব সিরিজ ‘মানি হানি’। সেখানে অভিনয়ে থেকেছেন শ্যামল মওলা এবং নিশাত প্রিয়ম। পরিচালনায় ছিলেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এবার আসছে ‘মানি হানি’ সিরিজের সিক্যুয়াল ‘মানি হানি ২’।
‘তাকদির’ নামের সিরিজের প্রধান চরিত্রে হাজির হচ্ছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো ওয়েব সিরিজে ধরা দেবেন চঞ্চল। একটা ট্রাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধারের পর খুনের ঘটনায় ফেঁসে যাওয়া এক ব্যক্তির চরিত্রে অভিনয় করবেন তিনি। সিরিজটি নির্মাণ করবেন সাঈদ আহমেদ শাওকি ও সালেহ সোবহান অনীম।
‘বড় ছেলে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ও জনপ্রিয় অভিনেতা অপূর্ব জুটি বেঁধে একাধিক কাজ করেছেন। সফলও হয়েছে সেইসব কাজ। প্রথমবারের হইচই অ্যাপের জন্য নির্মাতা আরিয়ানের ‘ভালো থাকিস বাবা’ সিরিজের গল্পে থাকবে বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপট; সেখানে অভিনয় করবেন অপূর্ব।
হইচই অ্যাপের জন্য বাংলাদেশের লেখক নাজিমুদ্দিনের উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে সৃজিত মুখার্জি একই নামে নির্মাণ করবেন একটি সিরিজ।
চার বছরে পা রেখেছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ২০১৭ সালে যাত্রা শুরু করা বাংলা ভাষাভাষীদের জন্য সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম এটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি