নির্মাতা পিপলু আর খান। হাসিনা: আ ডটার্স টেল ডকু ফিকশনটি মুক্তির পর পরিচালক হিসেবে তার নাম ছড়িয়েছে বহুগুণে। কিন্তু এই কাজের আগে থেকেই পিপলু আর খান এক পরিচিত নাম বিজ্ঞাপন শিল্পে।
ঢাকার পাশাপাশি মুম্বাইতেও কাজ করেন এই নির্মাতা। দেশে বিদেশের অনেক পরিচিত এবং জনপ্রিয় বিজ্ঞাপন নির্মিত হয়েছে তার হাতেই।
পিপলু আর খান এবার নির্মাণ করছেন তার প্রথম কাহিনীচিত্র। আর সেই কাহিনীচিত্রে অভিনয় করছেন জয়া আহসান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি শেয়ার করেছেন জয়া আহসান।
ফেসবুকে কিছু ছবি শেয়ার করে জয়া লিখেছে, ‘বেশি বলা বারণ। মাত্র ১৫ দিনে একটি ফিচার ফিল্ম এর শুটিং শেষ করে ফেললাম। পরিকল্পনা ছিল একটা শর্ট ফিল্ম নির্মাণের। কিন্তু নানাকারণে পরে সেটা ফিচার ফিল্ম হয়ে গেলো।
পিপলু আর খান এবং নুসরাত মাটির চিত্রনাট্যের ছবিটির নাম এখনো চূগান্ত হয়নি। ছবিটি প্রযোজনা করছে অ্যাপেলবক্স ফিল্ম, বক্স অফিস মাল্টিমিডিয়া এবং সি তে সিনেমা।