একজন যৌন কর্মীর জীবনের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। ছবির নাম ‘গুলশানের চামেলী’। সৈকত নাসিরের পরিচালনায় আগামী মাস থেকে শুরু হবার কথা রয়েছে ছবিটির শুটিং। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির পোস্টার।
চেয়ারে পিছমোড়া করে বাঁধা একজন নারী। পুরো ঘর জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। ছোট একটি জানালার ফাঁক দিয়ে আবছা আলো এসে পড়ছে। আলো ছায়ার খেলায় অন্যরকম এক রহস্যের সৃষ্টি হয়েছে।
এমনই রহস্যে ঘেরা ‘গুলশানের চামেলী’ ছবির প্রথম লুক। ছবির পরিচালক সৈকত নাসির তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ২১ সেপ্টেম্বর বিকালে পোস্টারটি শেয়ার করেছেন।
ছবিটির প্রযোজক মো: ইকবাল প্রধান চরিত্রে অভিনয়ের জন্য জয়া আহসানের কথা ভাবলেও পরিচালক সৈকত গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান চরিত্রের শিল্পীর ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ছবিতে অভিনেত্রী ববির অভিনয় করার কথা শোনা গিয়েছিল। ২০২১ সালের ঈদুল ফিতরে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।