সাত বছর ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করান ঢাকাই চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত অভিনেতা ফারুক। ১৩ সেপ্টেম্বর আবার সেখানে ভর্তি হয়েছেন তিনি। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে ভালো আছেন ফারুক।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরে ১০টির মতো টেস্ট করিয়েছেন। সবগুলোর ফল ভালো। ব্রংকাইটিসের টেস্ট করানো বাকি আছে।
ব্রংকাইটিস টেস্টের ফলাফলের ওপর নির্ভর করছে আর কত দিন সিঙ্গাপুরে অবস্থান করবেন তিনি। টেস্টের ফলাফল ভালো হলে দেশে ফিরে দ্রুত তাঁর নির্বাচিত এলাকার মানুষের সেবায় কাজ করবেন ফারুক।
গত ৯ সেপ্টেম্বর ফারুকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য দেশের চিকিৎসকেরা বোর্ড গঠন করে ধারণা করেছিলেন টিবি রোগে ভুগছেন অভিনেতা ফারুক। তবে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি তারা। এরপর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে যাত্রা করেন ফারুক।
নিউজ ডেস্ক/বিজয় টিভি