এবার একটি ভিন্ন আয়োজনে, ভিন্ন থিম নিয়ে তারা এক হয়ে গান গাইলেন। তানভীর তারেকের লেখা, সুর ও সংগীতে গাইলেন জয় শাহরিয়ার। গানের শিরোনাম ‘প্রার্থনা’। মূলত এই করোনাসংকটকালে মানুষের নানান বোধ-বিবেকহীন কর্মকান্ডের ওপরে একটি মেসেজ দিতেই এই গানের শব্দনির্মাণ।
তানভীর তারেক ও জয় শাহরিয়ার আবার সেটি উৎসর্গও করেছেন।
দুই বাংলার প্রধান অভিনেত্রী জয়া আহসানকেই গানটি উৎসর্গ করলেন তানভীর তারেক ও জয় শাহরিয়ার ! যতদূর জানা গেছে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ভার্সেটাইল এই অভিনেত্রীকে উৎসর্গ করে এটাই প্রথম কোনও কাজ হলো।
গানটির বিষয়বস্তু ও নির্মাণ এবং উৎসর্গপত্র মিলিয়ে দুই বাংলার শ্রোতা-দর্শক-সমালোচকদের কাছে এখন প্রশংসার খোরাক হয়ে দাঁড়ালো।
মঙ্গলবার রাতে সাউন্ডস অব তানভীর নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় গানটি। তানভীর তারেকের কথা-সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ার।
চলমান করোনা সংকটকালে মানুষের নানান বোধ-বিবেকহীন কর্মকাণ্ডের ওপরে আলোকপাত করে তৈরি হলো গানটি। কথাগুলো এমন- প্রার্থনা শুধু মানবতা যেন বইয়ের পাতা আর লেকচারে না থাকে/ প্রার্থনা শুধু মানুষ তুমি মানুষ হবে কবে এই প্রশ্ন না জাগে।
সাম্প্রতিককালে বিভিন্ন ইস্যু নিয়ে জয়া আহসানের উদ্যোগ ও প্রতিবাদকে সমর্থন ও সম্মান দিতেই গানটি তাকে উৎসর্গ করা হয়েছে বলে জানান তানভীর তারেক।