গেলো সপ্তায় গেলো ‘সৌন্দর্যের দেবী’- সোফিয়া লরেনের ৮৬তম জন্মদিন। এরইমধ্যে জানা গেলো ১১ বছরের বিরতি শেষে ৮৬ বছর বয়েসে সিনেমায় ফিরছেন তিনি। ছেলে এডওয়ার্ডো পন্টির নেটফ্লিক্স ড্রামা ‘দ্য লাইফ এহেড’-এ অভিনয় করেছেন ১৯৬১ সালে অস্কারজয়ী এই অভিনেত্রী। এক দশক পর এটাই সোফিয়া লরেনের পূর্ণদৈর্ঘ্য ফিচার সিনেমা।
বিশিষ্ট উপন্যাসিক রোমাইন গ্যারির রচিত উপন্যাস অবলম্বে নির্মিত হয়েছে ‘দ্য লাইফ এহেড’। সিনেমায় মাদাম রোসা চরিত্রে অভিনয় করেছেন সোফিয়া লরেন। মাদাম রোসা একজন গণহত্যায় বেঁচে যাওয়া ইহুদি যিনি মারা যাওয়া যৌনকর্মীদের বাচ্চাদের বেড়ে উঠতে সাহায্য করেন। মাদাম রোসা নিজেও একসময় ছিলেন তাদেরই একজন। সেনেগালের ১২ বছর বয়েসি মোমোর সঙ্গে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে মাদাম রোসার। আর এ নিয়েই এগিয়ে যায় গল্প।
নিউজ ডেস্ক/বিজয় টিভি