করোনা বিশ্বের বিনোদনের মাধ্যম বদলে দিয়েছে। সিনেমা হলের পরিবর্তে মানুষ ঝুঁকছে ওটিটি প্ল্যাটফর্মের দিকে। সিনেমা-নাটকের পাশাপাশি বিশ্বব্যাপী বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েব সিরিজ।
সেই ধারাবাহিকতায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বলিউড তারকা শহিদ কাপুর। বলিউডের প্রভাবশালী গণমাধ্যম পিঙ্কভিলার খবর, এরই মধ্যে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজের জন্য নেটফ্লিক্সের সঙ্গে ১০০ কোটি রুপিতে চুক্তি সেরেছেন এই অভিনেতা। তবে প্রথমে একটি ওয়েব সিরিজে দেখা যাবে শহিদকে, যার ঘোষণা খুব দ্রুতই আসতে চলেছে।
এক সূত্রের বরাতে পিঙ্কভিলা এ খবর প্রকাশ করলেও শহিদ কাপুরের গণমাধ্যম মুখপাত্র এ প্রসঙ্গে কোনো মন্তব্য জানায়নি।