ভারতবর্ষের মুক্তিসংগ্রামে অগ্নিযুগের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। দুইশত বছরের বৃটিশ শাসন-শোষণের ও পরাধীনতার শৃংঙ্খল মোচনে জীবন আত্মাহুতি দিয়েছিলেন এই বীরোচিত বীরকন্যা।
বাংলাদেশের চট্টগ্রামে জন্ম নেয় বীর নারী প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি বৃটিশ প্রমোদ কেন্দ্র ইউরোপিয়ান ক্লাব সফলভাবে হামলা করেছিলেন। তাকে নিয়েই বছর চারেক আগে সিনেমা নির্মাণের ঘোষণা দেন নির্মাতা রাশিদ পলাশ। কিন্তু প্রযোজক সংকটে ভেস্তে যায় কাজ।
এবার জানা গেল, প্রীতিলতাকে নিয়ে নির্মাতা রাশিদ পলাশের ছবিতে বিপ্লবী প্রীতিলতার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ২৩ সেপ্টেম্বর পরীমনি নির্মাতা রাশিদ পলাশের ছবিটি করতে সম্মতি জানিয়েছেন।
এদিকে ছবিটির জন্য প্রযোজক সংকটও মিটে গেছে। প্রীতিলতাকে নিয়ে নির্মিতব্য ছবিটি প্রযোজনা করছে ‘ইউ ফর সি’ নামের একটি প্রোডাকশন হাউজ। পরিমনি ছাড়াও শিগগিরই ছবির ঐতিহাসিক সব চরিত্রে কারা অভিনয় করছেন, তা জানিয়ে দেয়া হবে।
নির্মাতার ভাষ্য, আসছে নভেম্বরের ১ তারিখে আমরা শুটিং শুরু করা হবে। ঢাকা, চট্টগ্রাম এবং কলকাতায় ছবিটির শুটিংয়ের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। প্রীতিলতাকে নিয়ে নির্মাণ করতে যাওয়া ছবিটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী।
একসময় একইধারার ছবি করে নিজেকে চিনিয়েছিলেন পরিমনি। তারপর সেই চিরপরিচিত অভিনয়ের ছক ভেঙ্গে ভিন্নধর্মী ছবিতে নিজেকে আরেকবার প্রমাণ করেছেন এই অভিনেত্রী। এবার দেখার পালা, দুঃসাহসী প্রীতিলতার চরিত্রে পরিমনি উৎরে যেতে পারে কিনা নিজেকে আরেক দফায়।