কর্ণ জোহরের বাড়িতে হওয়া ‘মাদক পার্টি’ নিয়ে তারা কোনও তদন্ত করছে না বলে জানিয়েছে নার্কোটিক্স কন্ট্রোল বুরো (এনসিবি)। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটির তরফে জানানো হয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে মাদক যোগ নিয়ে তদন্ত চালাচ্ছে তারা। সাংবাদিক বৈঠকে এনসিবি-র মুখপাত্র বলেন, ‘‘ওই ভিডিয়োর সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনও যোগ নেই।’’
২০১৯-এর ২৮ জুলাই কর্ণ জোহরের বাড়ির ওই পার্টিতে ছিলেন দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল, রণবীর কপূরের মতো বলিউডের তারকারা। কাল দীপিকাকে তলব এবং ধর্মা প্রোডাকশন্সের প্রাক্তন কার্যনির্বাহী প্রযোজক ক্ষিতিজ রবি প্রসাদকে গ্রেফতার করার পরে জল্পনা হচ্ছিল, এ বার কি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে কর্ণ জোহরকে? কারণ ওই পার্টির ভিডিয়ো দেখিয়েই ক্ষিতিজকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা।
কর্ণ জোহরের ওই পার্টিতে মাদক যোগ নিয়ে তদন্তের দাবি তুলেছিলেন শিরোমণি অকালি দলের বিধায়ক মনজিন্দর সিংহ সিরসাও।