গল্পটা সত্তর দশকের। দরকার একটু পুরনো সময়ের বাড়িঘর, মানুষ ও তাদের নামটাও। সে কারণে মাহিয়া মাহি ও জিয়াউল রোশানকে দেখা গেছে পুরান ঢাকার সূত্রাপুরে। সেখানে শুরু হয়েছে আশীর্বাদ সিনেমার শুটিং।
ছবিতে মাহি ও রোশানের নাম সুবর্ণা ও আসাদ। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ছবির শুটিং। রোশান, মাহি ছাড়াও প্রথমদিনের শুটিংয়ে অংশ নেন কাজী হায়াত, রেবেকা, রায়হান মজিব, রেহানা জলি।
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি জানান, ‘এই সিনেমার প্রেক্ষাপট সত্তরের দশকের। সেই সময়ের খোঁজেই শুটিং ইউনিট গেছে পুরান ঢাকায়।’
২০১৯-২০ সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে তৈরি হচ্ছে ‘আশীর্বাদ’। ছবিতে বিশেষ শিশু ও মুক্তিযুদ্ধের গল্প উঠে আসবে। এর প্রযোজনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন জেনিফার ফেরদৌস।
নিউজ ডেস্ক/বিজয় টিভি