সুশান্তের মৃত্যুর কিছুদিন পরেই শোনা গিয়েছিল যে, সুশান্তের জীবন নিয়ে ছবি নির্মান হতে চলেছে। অবশেষে ছবি নির্মাণের বিষয়টি চূড়ান্ত করেছে ভারতীয় গণ মাধ্যম। এমনকি প্রধান চরিত্রে কারা থাকবেন সেটিও ঠিক হয়ে গিয়েছে।
এই চলচ্চিত্রে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনেতা শক্তি কাপুরকে। এদিকে কাকতালীয়ভাবে মাদক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা কাপুরের।
সংবাদ সংস্থা সূত্রে খবর, সুশান্তের মৃত্যু রহস্য এবং বলিউডের মাদকযোগ—সবই দেখানো হবে ছবিটিতে। থাকবে প্রয়াত অভিনেতার স্টার হওয়ার আগের জীবন থেকে শুরু করে, মানসিক অবসাদ, প্রেম, মৃত্যু ইত্যাদি। থাকবে সিবিআই, ইডি, এনসিবির প্রসঙ্গও।
ছবির প্রধান চরিত্রে অর্থাৎ সুশান্তের চরিত্রে অভিনয় করবেন জুবের কে খান। তিনি এর আগে ছোট পর্দায় অভিনয় করেছেন। ঊর্বশী নামে একটি চরিত্র থাকছে, যেটি বাস্তবে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে তুলে ধরবে। এই চরিত্রে অভিনয় করছেন শ্রেয়া শুক্লা।
ইতিমধ্যেই এই ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন জুবের কে খান। ছবিটি পরিচালনা করবেন দিলীপ গুলাটি। প্রযোজনায় রাহুল শর্মা। সব কিছু ঠিক থাকলে এ বছরই শেষের দিকে মুক্তি পেতে পারে ছবিটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি