করোনার আগে কাঙালিনী সুফিয়া চিকিৎসকের কাছে গিয়েছিলেন। তখন চিকিৎসক প্রতি মাসে একবার করে স্বাস্থ্য পরীক্ষা করাতে বলেছিলেন। পরে করোনা শুরু হলে আর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে আসা হয়নি তাঁর।
১৩ দিন ধরে সংগীতশিল্পী কাঙালিনী সুফিয়ার ঘরে ওষুধ নেই। টাকার অভাবে নিয়মিত ওষুধ কিনতে পারছেন না তিনি। ফলে দিন দিন শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়ছেন তিনি। তাঁর শরীরে বাসা বাঁধা রোগগুলো আবারও বাড়তে শুরু করেছে। শারীরিক ও মানসিকভাবে দুশ্চিন্তায় দিন কাটছে এই প্রবীণ গায়িকার। চিকিৎসকেরা বলেছেন, প্রতি মাসে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে তাঁকে। তা-ও অর্থের জন্য সম্ভব হচ্ছে না।
শৈশব থেকেই গানের সঙ্গে বসবাস সুফিয়ার। চারপাশের সবাই গান শুনতে চাইলে তিনি গেয়ে উঠতেন ‘কোনবা পথে নিতাইগঞ্জ যাই’ কিংবা ‘বুড়ি হইলাম তোর কারণে’সহ অসংখ্য গান। সেই গানে সবাই তাল মেলাতেন, গুনগুনিয়ে গাইতেন। কদিন আগেও তাঁর মুখে ছিল সেই গান। বাড়িতে পাটি বিছিয়ে নাতিদের সঙ্গে গাইতেন তিনি। কিন্তু এখন সেই কাঙালিনী সুফিয়ার মুখে নেই কোনো গান। তাঁর সুর যেন থেমে গেছে।