মিমি চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য্য অভিনীত ‘ড্রাকুলা স্যার’ এর ঘোষনার সময় থেকেই চমকের পর চমক দেখিয়ে চলেছেন ছবির নির্মাতা। প্রথমে কৌতূহল জাগানো পোস্টার ও এবারে একই রকম রহস্যে ঢাকা ট্রেলার প্রকাশ পেলো। ড্রাকুলা স্যারকে ঘিরে যেন উত্তেজনার পারদ দিনদিন বাড়ছে দর্শকের।
২ মিনিটের ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত মোড়া রহস্যে। মাঝে মাঝে ছেঁড়া ছেঁড়া কয়েকটি চরিত্রের আনাগোনা ও আলাদা আলাদা প্রেক্ষাপটের দৃশ্য।
(ভিডিওটি দেখতে ক্লিক করুন নিচের ইউটিউব লিংক এ)
ট্রেইলার শুরু হয়েছে পালটে যাওয়ার গল্প দিয়ে। কিন্তু বদলে গেল কে? অমল নাকি রক্তিম। ধীরে ধীরে গল্প যত এগিয়েছে ততই যেন রহস্য জমাট বেঁধেছে। অনির্বাণ কে দেখা গিয়েছে বিভিন্ন শেডের চরিত্রে। কখন ও স্কুল শিক্ষক। যেখানে তার ছাত্ররা তাকে ড্রাকুলা স্যার ডাকে।
আবার অনির্বাণকে দেখা গেল বিদীপ্তা চক্রবর্তীর স্বামীর ভূমিকাতেও। মঞ্জরীর ভূমিকাতে নজর কাড়লেন মিমি চক্রবর্তী।
রহস্যের জাল ঘনীভূত করেছে বেশ কয়েকটি দৃশ্য। অনির্বাণের মুখে “শেষের পরেও কি করে সব মনে রাখা যায়” সংলাপটি শুনে সন্দেহ জাগে ছবিতে জন্মান্তরের বিষয় রয়েছে কিনা। কিছু কিছু দৃশ্যে নিজেকে ‘ভ্যাম্পায়ার’ বলেছেন অনির্বাণ। রুদ্রনীল ঘোষের চরিত্রটিও বেশ রহস্যময়।
ছবির চিত্রনাট্য লিখেছেন দেবালয় এবং কল্লোল লাহিড়ি। ড্রাকুলা স্যার ছবিটি দেখতে আর বেশি দিন অপেক্ষা নয়। পুজাতেই ছবিটি মুক্তি পাচ্ছে কলকাতায়।