গত ১ অক্টোবর শুরু হওয়া মস্কো উৎসবের ৪২তম আসরে ৬ অক্টোবর প্রদর্শিত হয়েছে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি ‘মায়ার জঞ্জাল’। আগামী ৮ অক্টোবর সমাপনী দিনে রয়েছে ছবিটির দ্বিতীয় প্রদর্শনী।
‘মায়ার জঞ্জাল’- চলচ্চিত্রটির মাধ্যমে ১৫ বছর পর বড় পর্দার জন্য কাজ করেছেন অপি করিম। ছবিতে অপির বিপরীতে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ এর পর এতাই অপি অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র।
কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, ক চান্দ্রেয়ী ঘোষ , পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসুসহ অনেকে । ছবিটির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়।
‘মায়ার জঞ্জাল’ পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। ছবিটি পরিচালনার মদ্ধদিয়ে পাঁচ বছর পর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় ফিরলেন কলকাতার এই প্রশংসিত নির্মাতা।
জসীম আহমেদ ও ফ্লিপবুকের যৌথ প্রযোজনায় । আগামী বছরের শুরুর দিকে একই দিনে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে ‘মায়ার জঞ্জাল’।
নিউজ ডেস্ক/বিজয় টিভি