ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ রিবুট আরও একবার পিছিয়ে গেল। কোভিডের কারণে মার্চে ছবির কাজ বন্ধ হয়ে যায়। শেষমেশ সেপ্টেম্বরে ক্যামেরা ওপেন হয়।
সেখানেও করোনার বাগড়া। খোদ ব্যাটম্যান রবার্ট প্যাটিনসন আক্রান্ত হন। সুস্থ হয়ে কাজও শেষ করেন। সব মিলিয়ে বিশাল ক্ষতির মুখে সিনেমাটি। হলিউডের গণমাধ্যম জানায়, ৫ মাস পিছিয়ে সিনেমাটি মুক্তি পাবে। ২০২১ সালের ১ অক্টোবরের বদলে হলে আসবে পরের বছরের ৪ মার্চ।
ডিসির অন্য চরিত্র ‘দ্য ফ্ল্যাশ’ আসার কথা ছিল ২০২২ সালের ৩ জুন। এখন এ চরিত্রে এজরা মিলারকে দেখা যাবে ৪ নভেম্বর।
ডাউনি জনসনের ভক্তরা তাকে ‘ব্ল্যাক অ্যাডাম’ চরিত্রে দেখতে মুখিয়ে আছেন অনেক দিন। সে ছবিও ২০২১ সালের ২২ ডিসেম্বর থেকে সরছে। ২০২২ সালের ৪ নভেম্বরের বদলে ‘শাজাম! ফিউরি অব দ্য গডস’ মুক্তি পাবে পরের বছরের ২ জুন।
তবে একমাত্র ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ থাকছে আগের শিডিউলে। একাধিকবার তারিখ পাল্টালেও গাল গ্যাদত সুপারহিরোইন সিনেমাটি সামনের বড়দিন থেকে কিছুতেই সরছে না। তেমনই ইঙ্গিত মিলেছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি