ধর্ষকের সর্বোচ্চ সাজার দাবিতে আন্দোলন করছে নানা শ্রেণি পেশার মানুষ। ধর্ষণের বিরুদ্ধে এই প্রতিবাদে সংহতি জানিয়েছে শোবিজের তারকারাও। কিন্তু চুপ ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে গেল ৮ অক্টোবর ধর্ষণের প্রতিবাদে সরব হতে দেখা গেছে চিত্রনায়ক শাকিব খানকে।
শাকিব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘সবকিছুর প্রথমে নারীর পরিচয় তিনি একজন মানুষ। সচেতন মানুষ হিসেবে নিজের দায়বদ্ধতার জায়গা থেকে এই ধরণের ঘৃণিত অপরাধের বিরুদ্ধে তিনি কাজ করে যাচ্ছেন, ভবিষ্যতেও করে যাবেন। তার অভিনীত নির্মিতব্য ছবি ‘নবাব এলএলবি’ সিনেমাতেও ধর্ষণের মতো জঘন্য বিষয়টিকে প্লট হিসেবে বেছে নেয়া হয়েছে বলেও জানান।’
ধর্ষণকে মহামারির আখ্যা দিয়ে এই অভিনেতা লিখেছেন, ‘দেশে মহামারির চেয়েও ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন নৈতিক অবক্ষয়, মাদকের বিস্তার, ধর্ষণসংশ্লিষ্ট আইনের সীমাবদ্ধতা, বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা এবং বিচারের দীর্ঘসূত্রতা। দল, মত, ক্ষমতা সবকিছুর উর্ধ্বে গিয়ে ধর্ষণকারীদের দ্রুত বিচার চান তিনি।
ধর্ষকের শাস্তির দাবিতে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি রাজপথে প্রতিবাদের প্ল্যাকার্ড আর শ্লোগান নিয়ে মাঠে নেমেছে মানুষ। সেই গণমানুষের কাতারে এসে একই দাবি নিয়ে রাজপথে দাঁড়িয়েছেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি। এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে কথা বলেন মৌসুমী।
টিম পজিটিভ বাংলাদেশের ব্যানারে নোয়াখালীসহ সারাদেশে ধর্ষণ ও যৌন নিপীড়নের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি