বলিউডের দীপিকা পাড়ুকোন, ‘বিগ বি’ এবং দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন। সম্প্রতি অমিতাভ বচ্চন তার অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করে টুইট করেছেন।
ছবিটি প্রযোজনার দায়িত্ব ‘বৈজয়ন্তী মুভিজ’র। আর এতে পরিচালকের দায়িত্বে থাকছেন নাগ অশ্বিন। একটি টিজার রিলিজ করে কিংবদন্তী এই অভিনেতাকে স্বাগত জানানো হয় প্রযোজনা সংস্থার তরফে।
প্রকাশিত টিজারে দেখা যায়, বিগ-বি অভিনীত বিভিন্ন বিখ্যাত চরিত্রগুলোর কোলাজ। তাতে লেখা রয়েছে, স্বয়ং কিংবদন্তিকে ছাড়া কিংবদন্তি ছবি তৈরি করা সম্ভব নয়।’
জানা যাচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের উপর একটি সায়েন্স ফিকশনে অভিনয় করবে এই করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই শুরু করা হবে ছবির কাজ ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি