ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এই লাক্স তারকা সুন্দরী বাংলাদেশের পাশাপাশি কাজ করেছেন কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমাতেও। সেই সূত্রে দুই বাংলায় পরিচিত জনপ্রিয় চলচ্চিত্র মুখ চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।
২০১৫ সালের কথা। কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র তারকা সোহম চক্রবর্তীর বিপরীতে ঢাকাই ছবির নায়িকা মিম প্রশংসা কুড়িয়ে নেন যৌথ প্রযোজনার ‘ব্ল্যাক’ সিনেমায় কাজ করে। ২০১৫ সালের নভেম্বরে ছবিটি কলকাতায় ও ডিসেম্বরে মুক্তি পায় বাংলাদেশে।
মিম অভিনীত যৌথ প্রযোজনার এই বাণিজ্যিক ঘরানার ‘ব্ল্যাক’ ছবিটির পরিচালক কলকাতার রাজা চন্দ। মিম ও সোহম ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, আশিষ বিদ্যার্থী, রজতাভ দত্ত সহ অনেকে।
তবে এসব পুরনো কথা। নতুন খবরটা আনন্দের। আনন্দের সংবাদটা এই ছবিটি ঘিরে। মিম ভক্তদের জন্য সুখবর হলো ‘ব্ল্যাক’ ছবিটি এখন দেখা যাচ্ছে বিশ্বজুড়ে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে।
মিম জানান, যদিও এই ছবিটি পাঁচ বছর আগের। কিন্তু তুমুল জনপ্রিয় একটি আন্তর্জাতিক প্লাটফর্মে ছবিটি নতুন করে মুক্তি পেয়েছে জেনে আনন্দিত তিনি। এরইমধ্যে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন নেটফ্লিক্সে ‘ব্ল্যাক’ ছবিটি দেখা যাচ্ছে বলে।
এই অভিনেত্রী আরও জানান, এর আগে এই ছবিটি দুই বাংলার দর্শক দেখতে পেলেও এবার নেটফ্লিক্সের মাধ্যমে সারাবিশ্বের দর্শক দেখতে পারবেন ছবিটি। নেটফ্লিক্সে এর আগে বাংলাদেশের ‘কমলা রকেট’, ‘ইতি তোমারই ঢাকা’ ছবি দুটো মুক্তি পেয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি