ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি হয়েছে বায়োপিক সিনেমা। করোনা মহামারীর মধ্যেই আগামী ১৫ অক্টোবর পুনরায় ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নরেন্দ্র মোদির বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’।
মূলত একজন চা বিক্রেতা হিসেবে জীবন শুরু করে কিভাবে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন , সেই গল্পই বলা হয়েছে এই ছবিতে।
এই ছবিটি মুক্তি পাবার কারণ হিসাবে বিহারের ভোটকে তুলে ধরা হচ্ছে। বিরোধী শিবির মনে করছেন সামনেই বিহার ভোট। তার আগে নরেন্দ্র মোদীকে আরো জনপ্রিয় করে তোলার জন্য এই সময় ছবিটি দ্বিতীয়বারের জন্য মুক্তি পাচ্ছে। এছাড়াও গতবার সেই ভাবে ছবিটি ব্যবসাসফল হয়নি।
এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিবেক আনন্দ ওবেরয়, রয়েছেন বোমান ইরানি, দর্শন কুমার, মনোজ যোশী সহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি