‘মনপুরা’ ও স্বপ্নজাল ছবি নির্মাণ করে জনপ্রিয়তার শীর্ষ কাতারে রয়েছেন দর্শকনন্দিত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। প্রথম ছবিতে বাজিমাত করলেও তার দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’ উঠে এসেছিল আলোচনার টেবিলে।
সেলিম তার তৃতীয় ছবি ‘পাপ পুণ্য’-এর শুটিং শেষ করেছেন গেল বছরের শেষভাগে। তবে এখনও কারিগরি অংশের কাজ চলছে ছবিটির। পরিকল্পনা ছিল পহেলা বৈশাখে মুক্তি দেয়ার। কিন্তু করোনাভাইরাসের কারণে আটকে যায় ছবির মুক্তি।
সেলিম জানান, আগামী ১৫ অক্টোবর ছবিটি সেন্সরে জমা দেবেন তিনি। সেখান থেকে ছাড়পত্র পেলেই ছবিটি মুক্তির প্রক্রিয়া শুরু করবেন তিনি। সফলতা ব্যর্থতার বিষয়টি দর্শকের ওপর বর্তাবে।
সরকারি অনুদানপ্রাপ্ত মাহমুদ দিদারের সিনেমা ‘বিউটি সার্কাস’ এর শুটিং শেষ করা হয়েছে ছবিটির নির্মাণ শুরুর চার বছর পর। সম্প্রতি সাভারের একটি শুটিং স্পটে ছবির শেষ ধাপের শুটিং হয়েছে।
এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ফেরদৌস, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন সহ আরও অনেকে।
শুটিং শেষ হওয়ার পর এখন ছবির কারিগরি অংশের কাজ চলছে। এগুলো শেষ হলে আগামী মাসে সেন্সরে জমা দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে মধ্য ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা মাহমুদ দিদার।
নিউজ ডেস্ক/বিজয় টিভি