গতকাল ১১ অক্টোবর করোনায় আক্রান্ত পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হলে আজ ১২ অক্টোবর তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছিলন বেলভিউ নার্সিংহোম কর্তৃপক্ষ ।
গতকাল ১১ অক্টোবর বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া এক মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে সৌমিত্রের মধ্যে কিছুটা মানসিক অস্থিরতা ও উদ্বেগ লক্ষ করা যাচ্ছে। জ্বরের পাশাপাশি তাঁর বুকেও সংক্রমণ রয়েছে। কাজেই পরিস্থিতি বিবেচনায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হতে পারে। আপস
আজ সকালে দ্বিতীয় প্লাজমা থেরাপি শরীরে কাজ করায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আপাতত তাকে ভেন্টিলেশনে দেওয়ার হচ্ছেনা বলে তাঁর মেয়ে পৌলমী গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো। তবে সংকট কাটেনি।
এদিকে প্রবীণ এই অভিনেতাকে সুস্থ করে তোলার জন্য রাজ্য সরকার দুজন সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করে তাঁর চিকিৎসার জন্য ১৬ সদস্যের মেডিকেল টিম গঠন করেছে।
ভারতীয় বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি ২০১২ সালে ভারতের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দাদা সাহেব ফালকে, পদ্মভূষণ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্ম ফেয়ার পুরস্কারসহ জিতেছেন দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার ও সন্মাননা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি