দেশে এসেছেন মডেল-অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। মায়ের অসুস্থতার খবর শুনে ৯ অক্টোবর দেশে ফিরেছেন তিনি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি চলে যান হাসপাতালে। তার মা বর্তমানে বগুড়ার বারডেম হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
‘রং নাম্বার’ সিনেমা খ্যাত নায়িকা ইপশিতা শবনম শ্রাবন্তী জানান, ‘মা অনেক আগে থেকেই ডায়াবেটিস ও লিভারের সমস্যায় ভুগছিলেন। এখন শরীরটা অনেক খারাপ। মায়ের অসুখ। শুনে দূরে থাকা যায় না। ছুটে আসতে হলো। মায়ের পাশে আছি, তার সেবা করতে পারছি খুব ভালো লাগছে।’
দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করেন অভিনেত্রী শ্রাবন্তী।
প্রসঙ্গত, মডেল ও অভিনেত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন ইপশিতা শবনম শ্রাবন্তী। ‘জোছনার ফুল’ ধারাবাহিক নাটক দিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি