প্রকৃতিতে এখন শরৎ। মহানগরের বিভিন্ন জায়গায় এখন শোভা পাচ্ছে কাশফুল। সেই সৌন্দর্যই এখন শোভা পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও। এবার মহানগরীর সেই কাশবনকে নতুনভাবে উপস্থাপন করলেন সুরকার ও চিরকুট ব্যান্ডের গিটারিস্ট ইমন চৌধুরী।
একটি ইন্সট্রুমেন্টাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ইমন। ভিডিওটিতে তার বদনের পাশাপাশি বাশি বাজিয়েছেন সাইদুজ্জামান সুমন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করার পাশাপাশি ইমন লিখেছেন, প্রকৃতির সুরে আমার দ্বিতীয় ইন্সট্রুমেন্টাল, সৃস্টিকর্তাকে অনেক ধন্যবাদ সবকিছুর জন্য। দর্শক আপনাদের শোনাব সেই সুরের মূর্ছনা সঙ্গে দেখাব প্রকৃতির অপরুপ সৌন্দর্য।
নিউজ ডেস্ক/বিজয় টিভি