মীরা নায়ারের আ সুইটেবল বয় সিরিজের প্রথম লুক প্রকাশ পেতেই সাড়া পড়ে গিয়েছিল দর্শকদের মাঝে। এবার প্রকাশ পেল এর ট্রেলার। ট্রেইলার দেখে উচ্ছ্বসিত দর্শকরা।
চারটি পরিবারের গল্প নিয়ে সদ্য স্বাধীন দেশের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ছবির গল্প। এই ছবির অন্যতম মূল চরিত্র রূপা মেহেরা। নিজের তরুণী কন্যা লতার জন্য সৎ পাত্র খুঁজতে মরিয়া রূপা।
পাশাপাশি এই ছবিতে মান কাপুর ও সাইদা বাঈয়ের অসম প্রেমও ফুটে উঠেছে মানের বাবা মহেশ এই সম্পর্কের ঘোর বিরোধী। একইভাবে অসম এই প্রেমের বিরোধী সমাজ। আর এই নিয়েই গল্প।
এই গল্পে চরিত্র হিসেবে যেমন রয়েছেন নেহরু, তেমনই আবার গল্পের ঘটনাপ্রবাহে জড়িয়ে যায় কলকাতা শহরও।
তাবু এবং ঈশানের তেমন সংলাপ না থাকলেও স্ক্রিন প্রেজেন্সেই দর্শকের মনে ছাপ ফেললেন দুই তারকা। অন্যদিকে ওয়েব দুনিয়ার অভিনেত্রী তানিয়া মানিকতলার দক্ষ অভিনয়ে হতবাক সকলে।
বিক্রম শেঠের বিখ্যাত উপন্যাস আ সুটেবল বয় অবলম্বনে এই সিরিজটি পরিচালনা করছেন মীরা নায়ার এবং এর চিত্রনাট্য লিখেছেন অ্যান্ড্রু ডেভিস। ২৩ অক্টোবর নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি