সম্প্রতি কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে হত্যার হুমকি দেয়া হয়েছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। জানা গেছে, সম্প্রতি ‘বিজয়া’ নামে একটি নাটকে অভিনয় করেন তিশা।
নাটকের কিছু স্থির চিত্র প্রকাশেরর পর নাটকের নির্মাতা, গল্পকার ও অন্য অভিনয়শিল্পীদেরও হত্যার হুমকি দেয়া হয়েছে বলে দাবি করেছেন নাটকটির গল্পকার সোয়েব চৌধুরী।
সোয়েব চৌধুরী জানান শুটিংয়ের পর থেকেই বেশ কয়েকজন আমাকে, অভিনয়শিল্পী ও নাটকের টিমকে হত্যার হুমকি দিচ্ছে। এরই মধ্যে আমরা বেশ কয়েকজনের তথ্য সংগ্রহ করেছি এবং মামলার প্রস্তুতি নিচ্ছি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি