করোনাভাইরাস মুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
তিনি ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আজ আমি কোভিড-১৯ রিপোর্ট হাতে পেয়েছি এবং এটি নেগেটিভ।’
তানজিন তিশা বলেন, ‘এমনিতে খুব বেশি উপসর্গ ছিল না। জ্বর, খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আর কোনো সমস্যা লাগেনি। হালকা একটু কাশি ছিল। শুরুর কয়েক দিনের চেয়ে শরীর কিছুটা ভালো অনুভব করায় চিকিৎসকের পরামর্শে দ্বিতীয়বার কোভিড-১৯ টেস্ট করাই। ফল নেগেটিভ হাতে পেয়ে স্বস্তি পেলাম।’
মডেল ও অভিনেত্রী তানজিন তিশা তাঁর করোনায় আক্রান্তের খবর জানিয়েছিলেন ৫ অক্টোবর। নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন এই তারকা। ১১ দিনের মাথায় দ্বিতীয়বার টেস্ট করান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি