সাদা বরফে আবৃত আল্পস পর্বতমালার শোভা। সুসজ্জিত সুইজারল্যান্ডের ড্রোন শট। ভ্রমণ তৃষ্ণার্ত বাঙালির আবেগকে এভাবেই উসকে দিল রুক্মিণী মৈত্র এবং আবির চট্টোপাধ্যায় অভিনীত ছবির আগাম ঝলক।
মধ্যবিত্ত ভ্রমণপ্রিয় বাঙালিও স্বপ্ন দেখে দীঘা-পুরী-দার্জিলিংয়ের বদলে স্বাদ পালটাতে দূরে কোথাও স্বপ্ননগরীতে পারি দিতে- যেমন সুইজারল্যান্ড। এই নিয়েই ছবির গল্প।
স্ত্রীর বিদেশ ভ্রমনের স্বপ্নপূরণের জন্য তার মধ্যবিত্ত স্বামী কতদূর পর্যন্ত যেতে পারেন, তা তুলে ধরা হয়েছে সুইজারল্যান্ডের ট্রেলারে। স্বপ্নপূরণ সাধ্যের মধ্যে না থাকায় ইলিশ, গলদা চিংড়ি, পাবদা কিংবা খাসির মাংসকে খাবারের তালিকা থেকে বাদ দিয়ে দেন মধ্যবিত্ত দম্পতি। শেষ পর্যন্ত তারা কি যেতে পেরেছিলেন সুইজারল্যান্ড? জানতে হলে ছবিটি দেখতে হবে।
এই ছবির পরতে পরতে রয়েছে এখন সাংসারিক টানা পোড়েনের কথা, যা সাধারণ মানুষের কাছে খুব চেনা।
আবীর চট্টোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্রের সঙ্গে এ সিনেমায় বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং জিৎকে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই ছবির ‘ঢাক বাজা, কোমর নাচা’ গানটি। ওই গানেই দেখা যায় জিৎকে।
ছবিটি পরিচালনা করেছেন শৌভিক কুন্ড। ছবি মুক্তির তারিখ এখনও জানানো হয়নি। তবে বহু বছর পর বাণিজ্যিক ছবিতে দেখা যাবে আবির চক্রবর্তি কে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি