বিদ্যা বালানের থ্রিলার ছবি কহানি-তে দেখা মেলে বব বিশ্বাস নামে এক ছাপোষা খুনির। যে দশটা-পাঁচটা চাকরি করত, কাজের ফাঁকে ফাঁকে করত সুপারি কিলিং। কিন্তু কহানি-তে বেশিক্ষণ এগোয়নি ববের গল্প, গাড়িচাপা পড়ে মারা যায় সে। কিন্তু বব বিশ্বাস ছবির গল্প এগিয়েছে তাকে কেন্দ্র করেই।
বেশ কয়েকদিন আগেই জানা গিয়েছিল ‘বব বিশ্বাস’ ছবির শুটিংয়ে কলকাতায় আসছেন অভিষেক বচ্চন। কলকাতার ময়দান, পঞ্চসায়র, পাটুলি ও বেনিয়াপুকুর এলাকায় শুটিংয়ে অংশ নিয়েছেন অভিষেক। যেখানে তাকে দেখা গিয়েছে নতুন লুকে। মাথায় হালকা টাকের তার সম্পূর্ণ অচেনা লুকটি দৃষ্টি কেড়েছে নেটিজনদের।
৪২ দিন কলকাতায় শুটিং হওয়ার কথা এই ছবির। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজের প্রযোজনায় এই ছবির পরিচালনা করছেন সুজয় তনয়া দিয়া অন্নপূর্ণা ঘোষ।
দীর্ঘদিন ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত ছিলেন অভিষেক। এর মাঝে কোভিড-১৯ পজেটিভ যুদ্ধে জয় লাভের পরপরই ব্যস্ত হয়ে যান ‘বব বিশ্বাস’ নিয়ে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি