সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গাঁটছড়া বাঁধার খবর জানিয়েছিলেন সময়ের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। হুট করেই নিজের বিয়ের খবর প্রকাশ করে সবাইকে চমকে দিয়েছিলেন এই নায়িকা। চলতি বছরের মার্চে তার দীর্ঘ সাত বছরের সম্পর্ক পূর্ণতা পায়। গেল ২১ মার্চ ঘরোয়া আয়োজনে বাগদান হয়েছে নুসরাত ফারিয়ার। হবু বরের নাম রনি রিয়াদ রশিদ।
চিত্রনায়িকা পরীমনি বিয়ে করেন চলতি বছরের ১০ মার্চ। মাত্র তিন টাকা দেনমোহরে নাট্যনির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করেন তিনি। চলতি বছরের ৯ মার্চ দিবাগত রাতে অভিনয়শিল্পী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজি ডেকে বিয়ে করেন পরীমনি ও পরিচালক কামরুজ্জামান রনি। তবে সেই বিয়ে টিকেনি পাঁচ মাসও।
চলতি বছরের সবচেয়ে আলোচিত বিয়ে নব্বই দশকের জনপ্রিয় টিভি তারকা শমী কায়সারের। তিনি গত ২৭ সেপ্টেম্বর বিয়ে করেন। ৭ অক্টোবর ছিলো পারিবারিক আয়োজনে গায়ে হলুদের অনুষ্ঠান। আর ৯ অক্টোবর ছিলো বিয়ের রিসিপশন। এই আয়োজনে উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্য ও কাছের মানুষেরা।
প্রায় বছর খানেক ধরে প্রেম করছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। প্রেমিকা ভারতীয় শিল্পী সুনিধি নায়েক। তবে কেউই নিজেদের বিষয়ে মুখ খোলেননি। কিন্তু শেষমেষ সব আলোচনা থামিয়ে চলতি বছরের ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গের আসানসোলে বিয়ে করেন অর্ণব-সুনিধি।
বছর শেষে এসে বিয়ে পিঁড়িতে বসেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। গেল ১০ ডিসেম্বর মধ্যেরাতে অপর্ণা ঘোষের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদে বিয়ে করেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। স্থানীয় একটি মন্দিরে ধর্মীয় রীতি-নীতি মেনেই অপর্ণা-সত্রাজিৎ দত্তের চার হাত এক করে দেন পুরোহিত ও দুই পরিবারের সদস্যরা।
লাক্স তারকা মুমতাহিনা টয়া। সময়ের আলোচিত ও জনপ্রিয় তারকা মুখ তিনি। অন্যদিকে অভিনেতা শাওনও জনপ্রিয় পর্দার অভিনয় শিল্পী হিসেবে। গেল ২৯ ফেব্রুয়ারি লিপ ইয়ারকে সামনে রেখে জমকালো আয়োজনে ঘরোয়াভাবে বিয়ে করেন তারা। বেশ সুখেই আছেন এই দম্পতি।