ফিল্ম ইন্ডাস্ট্রির সম্ভাবনাময় চিত্রনায়ক সিয়াম আহমেদ। পর্দায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। জুটি হিসেবে সিয়াম-পূজা চেরি আলোচিত তাদের ছবি দিয়ে।
মডেলিং দিয়ে শুরু করে ছোট পর্দায় কাজ। এরপর সিনেমায় অভিষেক। প্রতিটি ধাপে নিজেকে ছাপিয়ে গেছেন নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে।
গৎবাঁধা সিনেমার গল্পে নিজেকে জুড়ে না নিয়ে। নিজের খোলস ছারিয়ে গল্পের চরিত্রে নিজেকে ধারণ করে নিয়ে কাজ করে যাচ্ছেন একের পর এক সিনেমার গল্পে। ছবিগুলো হিট যেমন হয়েছে তেমনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জুটেছে ছবির ভাগ্যে।
সে যাক। এবার তিনি কাজ করতে যাচ্ছেন আরেক চলচ্চিত্রে। নাম ‘মৃধা ভার্সেস মৃধা’। ছবিটি পরিচালনা করছেন রনি ভৌমিক। এতে সময়ের অন্যতম নায়ক সিয়াম আহমেদের বিপরীতে বড়পর্দায় জুটি বাঁধছেন অভিনেত্রী নোভা।
নোভা আগের মতো নাটক-বিজ্ঞাপনে এখন আর নিয়মিত নন। তবে হঠাৎ হঠাৎ টিভি পর্দায় হাজির হয়ে ভালোই চমকে দেন। একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি করেন উপস্থাপনাও।
নির্মাতা রনি ভৌমিক তার ছবিটি প্রসঙ্গে জানান, সামাজিক প্রেক্ষাপটের একটি গল্প দেখানো হবে এতে। যেখানে উঠে আসবে পরিবারের সম্প্রীতির সৌন্দর্য, সম্পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। ছবিটির নির্মাণকাজ বেশ ঘটা করেই শুরু হয়েছে। চলছে শুটিং প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে।