গত দু-মাস ধরে নুসরাত জাহান ও নিখিল জৈন তারকা দম্পতির দাম্পত্য জীবন সংবাদ শিরোনাম হয়ে ঘুরছিল টলিপাড়ার বাতাসে। অবশেষে সব জল্পনা-কল্পনায় ইতি টেনে নুসরাতের কাছে বিবাহবিচ্ছেদ চেয়েছেন নিখিল জৈন।
‘বন্ধু’ যশের সঙ্গে নুসরতের রাজস্থান ট্রিপ, একসঙ্গে মাচা-র অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া থেকে ছবির প্রিমিয়ার হাজির হওয়া- এই সব নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি নিখিল। তবে কিছুটা বাধ্য হয়েই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমনটাই দাবি করা হয়েছে কলকাতার গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে ।
এদিকে নুসরাতকে নিখিলের ডিভোর্সের নোটিশ পাঠানোর খবর পুরোপুরি অস্বীকার করেছেন নুসরাত জাহান। তিনি জানিয়েছেন, আমি সকলকে জানাতে চাই গণমাধ্যমে যে সংবাদটি ঘোরাফেরা করছে, সেটা সম্পূর্ণরূপে ভুল এবং ভিত্তিহীন।
নুসরাতের সঙ্গে বিচ্ছেদের খবর প্রচার হওয়ার পর থেকে সরাসরি নুসরাতের বিরুদ্ধে কোনওরকম মন্তব্য করেননি নিখিল। এমনকি সোশ্যাল মিডিয়াতে কোনও বিরূপ বা কুরুচিকর পোস্ট আকারে ইঙ্গিতেও উড়ে আসেনি নিখিলের তরফ থেকে বরং প্রেমদিবসে তার প্রছন্ন বার্তা ছিল নুসরাত বদলে গেলেও তিনি একই রকম আছেন।