গেল বছর কথা ছিল কোরবানি ঈদেই মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘বিদ্রোহী’ সিনেমাটি। এই সিনেমাতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী।
তবে নতুন এ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বিকল্প উপায়ে। সিনেমা হলে মুক্তি না দিয়ে করোনার কারণে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া এটি মুক্তি দিচ্ছেন ভিডিও স্ট্রিমিং অ্যাপে।
২০১৮ সালে মহরতের মাধ্যমে শুটিং শুরু হয় ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা ‘বিদ্রোহী’ সিনেমার। এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাকিব-বুবলী জুটি।
করোনার কারণে গেল বছর মুক্তি পায়নি ছবিটি। নতুন খবর হল, ছবিটির মুক্তির খবর না এলেও প্রকাশ পেয়েছিল এই ছবির প্রথম গান। এবার প্রকাশ পেল এই ছবিটির দ্বিতীয় গান।
নতুন এই গানটি গেয়েছেন সংগীতশিল্পী জেমি ইয়াসমিন ও প্রীতম। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। গানটির সুর ও সংগীত আয়োজন করেছে শ্রী প্রীতম।
নতুন গানটির শিরোনাম লাইক মেরেছি। গানটিতে ধরা পড়েছে শাকিব-বুবলীর রসায়ন। কথা রয়েছে শাকিব বুবলি জুটি বেঁধে সামনে অভিনয় করবেন নির্মাতা তপু খানের ‘লিডার আমি বাংলাদেশ’ ছবিতে।