ঢাকাই ছবির গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়া। শুধু ঢালিউড নয়; টালিউডেও কাজ করছেন এই অভিনেত্রী। দুই বাংলাতে কাজ করে পেয়েছেন দর্শক প্রিয়তা।
কলকাতায় শুটিং শেষ করে দেশে ফিরেছেন এই নায়িকা। সেখানে বঙ্গবন্ধু সিনেমায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চরিত্রে শুটিং করেছেন এই অভিনেত্রী। কোরবানির ইদে মুক্তি পাবে তার ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি।
নতুন খবর হল, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে এক বছরব্যাপী অনুষ্ঠানমালা শুরু করেছে বিবিসি রেডিও। সেখানে এই প্রজন্মের ৫০জন তরুন তরুণীর কথা তুলে ধরা হবে। আর এই তালিকায় উঠে এসেছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নাম।
সেখানে এই প্রজন্মের ৫০ জন তরুণ-তরুণীর কথা তুলে ধরা হবে। যাদের প্রায় সবাই বিদেশে থেকেও বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে নানাভাবে যুক্ত। আর এই তালিকায় নাম এসেছে বাংলাদেশি চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার।
আয়োজক প্রতিষ্ঠানের ভাষ্য, এই উদযাপনে তাদের মূল ফোকাস ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রজন্মের কাজ ও সাফল্যকে তুলে ধরা। নুসরাত ফারিয়া মূলত দেশে ঢাকায় থাকলেও এই তালিকায় যুক্ত করার কারণ ইউনিভার্সিটি অব লন্ডনে তার পড়াশোনা। এই বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী তিনি।
এদিকে নুসরাত ফারিয়ার গাওয়া পটাকা গানটির পর প্রকাশ পাওয়া আমি চাই থাকতে গানটি নেট দুনিয়ায় এখন ভাইরাল। দর্শক ভক্ত এমনকি নেটিজেনদের বেশ প্রশংসা কুড়িয়ে নিচ্ছে গানটি।