ঢাকাই ছবিতে নিজের রাজত্ব ধরে রেখেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সবশেষ ঢাকাই ছবির আলোচিত ও জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর সঙ্গে শাকিব অভিনয় করেছিলেন শাপলা মিডিয়ার সিনেমা ‘বিদ্রোহী’ ছবিতে।
‘বিদ্রোহী’ ছবির পর আর কোন নতুন ছবিতে শাকিব-বুবলী জুটিকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। চলতি বছর শাকিব-বুবলী জুটি বেঁধেছেন ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিতে।
সে যাক। করোনায় সিনেমা হলে নতুন সিনেমা মুক্তি দিতে নারাজ বেশিরভাগ ছবির প্রযোজকেরা। সিনেমা হলে দর্শক ভিড়ছে না। তাই এবার দেশের সিনেমার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ঠিক করেছে, তাদের লগ্নিকৃত বেশিরভাগ সিনেমাই অ্যাপে বা ওটিটি মুক্তি দেবে।
এরমধ্যে রয়েছে সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘বিদ্রোহী’। শাপলা মিডিয়ার কর্ণধার প্রযোজক সেলিম খান জানান, তাদের হাতে একাধিক ছবি আছে। সবগুলো সিনেমাই আসছে কোরবানির ঈদে দেশের সিনেমা হলে যদি এমন নাজুক অবস্থা বিরাজ করে তবে অ্যাপসে মুক্তি দেবেন।
সেলিম খান জানান, বাকি সিনেমাগুলো টাকা দিয়ে দেখতে হবে। তবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি ফ্রি-তে দেখা যাবে। শাপলা মিডিয়া থেকে নির্মিত অ্যাপটির নাম ‘সিনেবাজ’। আসছে ঈদে অ্যাপসটির শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। সেখানেই সিনেমাগুলো পাওয়া যাবে।
গেল ২ এপ্রিল সারাদেশে ৫৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। করোনার কারণে দর্শক ঠিকভাবে সিনেমা হলে গিয়ে ছবিটি উপভোগ করতে পারেননি বলে মনে করেন সেলিম খান। সিনেমাটি দর্শকরা যাতে বিনামূল্যে উপভোগ করতে পারেন সেই ব্যবস্থার উদ্যোগ নেবেন তিনি।