২০১৮ সালে মহরতের মাধ্যমে শুটিং শুরু হয় ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের ‘বিদ্রোহী’ সিনেমার। এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাকিব-বুবলী জুটি। করোনার কারণে গেল বছর মুক্তি পায়নি ছবিটি।
চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমা ‘বিদ্রোহী’। এই ছবির তিন-চারটি গান অন্তর্জালে প্রকাশ পেয়েছে। দুটি গানে ধরা পড়েছে শাকিব-বুবলী জুটির রসায়ন। দর্শক ভক্তদের প্রশংসাও কুড়িয়ে নিচ্ছে গান দুটি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে সিনেমা ‘বিদ্রোহী’। সম্প্রতি অন্তর্জালে প্রকাশ পেয়েছে এই ছবির ট্রেলার।
করোনায় সিনেমা হলে নতুন সিনেমা মুক্তি দিতে নারাজ বেশিরভাগ ছবির প্রযোজকেরা। সিনেমা হলে দর্শক ভিড়ছে না। তাই এবার দেশের সিনেমার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ঠিক করেছে, তাদের লগ্নিকৃত বেশিরভাগ সিনেমাই অ্যাপে বা ওটিটি মুক্তি দেবে।
এরমধ্যে রয়েছে সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘বিদ্রোহী’। শাপলা মিডিয়ার কর্ণধার প্রযোজক সেলিম খান জানান, তাদের হাতে একাধিক ছবি আছে। সবগুলো সিনেমাই আসছে কোরবানির ঈদে দেশের সিনেমা হলে যদি এমন নাজুক অবস্থা বিরাজ করে তবে অ্যাপসে মুক্তি দেবেন।