ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার কলকাতা সংস্করণ কলকাতা টাইমসের বিচারে টালিগঞ্জের অভিনেত্রীদের মধ্যে ২০২০ সালের জন্য ‘সবচেয়ে কাঙ্ক্ষিত’ নারী হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেত্রী-সংসদ সদস্য মিমি চক্রবর্তী।
২০১৯ সালের আয়োজনে বান্ধবী নুসরাত জাহানের কাছে হেরে দ্বিতীয় অবস্থানে ছিলেন মিমি। নুসরাত এবার তৃতীয় অবস্থানে রয়েছেন, দ্বিতীয় হয়েছেন ‘চিনি’ খ্যাত নায়িকা মধুমিতা সরকার।
মিমি তার প্রতিক্রিয়ায় বলেন, “আমাকে সম্মানিত করার জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি; বিষয়টি আমার জন্য ভীষণ আনন্দের। একজন শিল্পী হিসেবে চলচ্চিত্র, গান ও পরিবেশনার মাধ্যমে দর্শকদের বিনোদিত করে যেতে চাই। কঠোর পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার অনুভূতি দারুণ।
মিমি চক্রবর্তী ২০১২ সালে `বাপি বাড়ি যা’ চলচ্চিত্রের মাধ্যমে টালিগঞ্জে যাত্রা শুরুর পর ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘গল্প হলেও সত্যি’, ‘শুধু তোমারি জন্য’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে দর্শককের কাছে পরিচিত পেয়েছেন।