ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রয়েছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একটি গোষ্ঠী দেশকে পরিকল্পিতভাবেই বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সভায় তিনি এই দাবি করেন।
এ সময় দুদু বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনে যেমন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে। কথা হলো অন্তর্বর্তী সরকারের সময় এমন ঘটনা ঘটানোর সাহস সন্ত্রাসীরা পায় কোথায়?
দ্রুত রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, পট পরিবর্তনের পর জনগণ ও বিশ্ববাসীও প্রত্যাশা করেছিল দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য সেটা হয়নি বা উদ্যোগ নেওয়া হয়নি। মানুষের প্রত্যাশা ছিল একটি নির্বাচনের রোডম্যাপ পাবে, কিন্তু তা পায়নি।
তিনি আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা না করলে বিএনপি জানে কীভাবে অধিকার আদা