মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে। তবে আঘাত আসলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।
রোববার (১২ ডিসেম্বর) সকালে ৮১তম বিএমএ লং কোর্স সমাপনীতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর নবীন সদস্যদের স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে হবে। দেশে-বিদেশে সেনাবাহিনীর অর্জিত সুনাম ধরে রাখতে নবীন সদস্যদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
জাতির পিতা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমি করেছিলেন, সেই লক্ষ্য পূরণ হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘মিলিটারি একাডেমি আজ বিশ্বের নজর কাড়ার পর্যায়ে পৌঁছে গেছে।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এ দেশের সন্তান হিসেবে এদেশের মানুষের পাশে থাকতে হবে। জনগণের সব প্রয়োজনে তোমাদের দায়িত্বপালন করতে হবে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখ ও হাসি-কান্নার সমান অংশীদার হতে হবে।
সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী সব সময় যে কোনো দুর্যোগ ও দুঃসময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ায়।’
তিনি বলেন, ‘দেশে-বিদেশে দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়ে আমাদের সেনাবাহিনী সব মহলের প্রশংসা অর্জন করেছে। আমি যখন বিদেশে যাই, সবাই যখন প্রশংসা করে, গর্বে আমার বুকটা ভরে যায়। এ সুনাম ধরে রাখতে হবে।’