মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্য ভাষা শিখতে কোনো অসুবিধা নেই। তবে মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই প্রথম ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস পালনের ঘোষণা দেয়। ভাষার জন্য যারা রক্ত দিয়েছে তাদের আত্মদান বৃথা যায়নি।
মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং অসমাপ্ত আত্মজীবনী না প্রকাশ হলে ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছেই ফেলা হতো।’
‘সব ইতিহাস থেকেই জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল,’ যোগ করেন শেখ হাসিনা।