বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় পাঠানোয় হতাশ হয়েছেন বিএনপির নেতারা, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে বাংলাদেশ সম্পাদক ফোরামের সদস্য সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন মন্ত্রী।
এসময় হাছান মাহমুদ বলেন, বিএনপি নামক একটি দল দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিদেশীদের কাছে গিয়ে বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য উপস্থাপন করছে। খালেদা ইস্যুতে বিএনপি যে আন্দোলন গড়ে তুলতে চেয়েছিল তা করতে ব্যর্থ হয়েছে তারা। তবে তাদের নেতার্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে, গেল ১লা ফব্রেুয়ারি দীর্ঘ ৮১ দিন হাসপাতালে কাটানোর পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও অদূর ভবিষ্যতে রক্তক্ষরণের আশঙ্কার কথা জানিয়েছে মেডিক্যাল বোর্ড। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় ফেরার অনুমতি দেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ায় দীর্ঘ ৮১ দিন পর গুলশানের বাসভবন ফিরোজায় ফিরলেন তিনি।