সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রধান নির্বাচন কমিশনার যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ২২ ও ২৬ নম্বর রুটে ঢাকা নগর পরিবহনের বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে কী কারণে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে, তা স্পষ্ট নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রিজাইডিং অফিসারদের ভাষ্যমতে, নির্বাচনী কর্মকর্তাসহ সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।
এ সময়, মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, বিএনপির মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেন তিনি।