বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশকে জঙ্গির দেশ বানিয়েছিল বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে (কেআইবি) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কৃষক লীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনি এবং যুদ্ধাপরাধীদের পুরস্কৃত করে জিয়াউর রহমান, আর সেই ধারাবাহিকতা রক্ষা করেছিল এরশাদ ও খালেদা জিয়া। ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, ইতিহাস থেকে নাম মুছে ফেলার চেষ্টা করা হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, ১৫ আগস্ট যারা আপনজন হারিয়েছি তাদের বিচার চাওয়ার অধিকার ছিল না।
শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া এতিমের আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত, তার ছেলে তারেক জিয়া খুন, অস্ত্র চোরাকারবারি, মানি লন্ডারিং, দুর্নীতি মামলার আসামি। সেই আসামি যে দলের নেতা, তাদের মুখে বড় বড় কথা। আমরা নাকি পালানোর পথ পাব না। তোরা তো পালাইয়া আছিস। এক পলাতক আসামির তত্ত্বাবধানে এত লম্বা কথা আসে কোথায় থেকে?
তিনি বলেন, বিরোধী দল সংসদে না থাকলেও বক্তব্য দেয়- আমাদের নাকি পালানোর কোনো পথ থাকবে না। আমি এমন বক্তব্য দাতাদের উদ্দেশে বলতে চাই- শেখ হাসিনা, আওয়ামী লীগ কখনো পালায় না।