পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে না – এমনটা কখনো হতে পারে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের খরচ নিজেরা চালাবে, সরকার সব টাকা বন্ধ করে দেবে।
দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উসকানি দিয়ে শিক্ষার্থীদের বিপথে নেওয়া এবং মুখরোচক কথা বলা মেনে নেওয়া হবে না। সম্মলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কাউন্সিলর ও ডেলিকেটরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি